পাকিস্তানের লাহোরে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছে। গুরুত্বপূর্ণ এই শহরের বুন্দ রোড এলাকায় একটি ট্রাকে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ফলবোঝাই ট্রাকে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে ওই ট্রাকটিতে বিস্ফোরক ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বোম্ব স্কোয়াডের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আহতদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু। গত রোববার (৬ আগস্ট) এই রাস্তা দিয়েই শোভাযাত্রা করে লাহোরে ফেরার কথা ছিল সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। তবে সেই অনুষ্ঠান পিছিয়ে বুধবারে (৯ আগস্ট) নিয়ে যাওয়া হয়। শরিফের যাত্রাপথ আটকাতেই এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই ট্রাকটি গত তিন দিন ধরে ওই এলাকাতেই পার্ক করা ছিল।
সূত্র: আনন্দবাজার