ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে তার পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, হারিরিকে রাজনৈতিক নির্বাসনের আহ্বান জানাচ্ছেন না। ফ্রান্সের কর্মকর্তারা বলেছেন, হারিরি আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে পৌঁছাবেন। গত ৪ নভেম্বর সৌদিতে সফরকালীন হঠাৎ করেই পদত্যাগ ঘোষণা করেন লেবাননের প্রধানমন্ত্রী হারিরি। এর ফলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এদিকে সৌদি সরকারের দাবী তারা হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখছে না এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করেনি। অপরদিকে বুধবার (১৫ নভেম্বর) লেবাননের প্রেসিডেন্ট মিশেন আওউন হারিরিকে আটকে রাখার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছেন। তবে হারিরি বলেছেন, তিনি ঠিক আছেন এবং খুব শীঘ্রই লেবাননে ফিরে যাবেন। জার্মানিতে সফররত ম্যাক্রোন বলেছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হারিরি উভয়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরই তিনি ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সূত্র: বিবিসি