শাকিবকে তালাক দিচ্ছেন অপু বিশ্বাস! মঙ্গলবার একটি অনলাইন নিউজ পোর্টালে এমন খবর প্রকাশিত হয়। এই সংবাদ মিথ্যা-ভিত্তিহীন এবং মানহানিকর দাবি করে ওই পোর্টালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে 'শাকিবকে তালাক দিবেন অপু বিশ্বাস' এমন খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে খবরটি ভাইরাল হয়ে যায়। ক্রমেই শুরু হয় নানা গুঞ্জন। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে এসব কথা জানান তিনি। এমন মিথ্যা সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে অপু বলেন, কে এই রিপোর্টার? আমি তাকে দেখতে চাই। কোথায় পেল এমন খবর! সংবাদের সত্যতা প্রমাণ করতে না পারলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। তিনি আরও জানান, ওই গণমাধ্যম আমার সঙ্গে কথা বলে খবরটি প্রকাশ করেনি। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব বলে যখন কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশ করে তখনই গণমাধ্যমটি আমার সঙ্গে যোগাযোগ করে। তখন ওই গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা বুঝতে পারেনি। পরে দুঃখ প্রকাশ করে দ্রুতই খবরটি আনপাবলিশড করে তা ভিত্তিহীন উল্লেখ করে আরেকটি খবর প্রকাশ করবে বলে গণমাধ্যমটি জানিয়েছে। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ওই খবরে বলা হয়েছিল, গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অপু বিশ্বাসের নাচের আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শাকিব খান। আর এই নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন। ফলে ক্রমাগত ডালপালা মেলতে থাকে গুঞ্জনটি। এরই অংশ হিসেবে অপু বিশ্বাস নাকি শাকিবকে তালাক দিচ্ছেন। এদিকে শাকিব ও তার মধ্যে এখন কোনো ঝামেলা নেই উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, সত্যি বলতে কী, আব্রাহামকে নিয়ে আজ বাইরে যাবার কথা শাকিবের। বৃষ্টির জন্য আসতে দেরি হচ্ছে। উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি চিত্রনায়াক শাকিব খান ও অপু বিশ্বাস। পর্দার ন্যায় বাস্তব জীবনেও জুটি বেঁধে সংসার সাজিয়েছেন তারা। এই দম্পত্তির ঘরে রয়েছে পুত্রসন্তান আব্রাহাম খান জয়। হঠাৎ ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অপুর গণমাধ্যমে হাজির হওয়ার পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন তারা।