রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় দুর্বৃত্তদের চাপাতির আঘাতে আহত হয়েছেন রানা দেব (৪৫) নামের এক সংবাদকর্মী। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
রানা দেব বেসরকারি টেলিভিশন চ্যালেন টোয়েন্টিফরের চিফ অনলাইন ভিডিও এডিটর হিসেবে কর্মরত। তিনি খিলগাঁও এলাকায় থাকেন।
রানা দেবের পরিচিত বন্ধন সরকার হাসপাতালে গণমাধ্যমকর্মীদের জানান, গতকাল রাতে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রানা। এ সময় টিটিপাড়া মূল রাস্তায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে। রানা পালানোর চেষ্টার করলে দুর্বৃত্তরা তাঁর মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে তাঁরা পালিয়ে যায়।
এরপর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে শাজাহানপুর ইসলামী ব্যংক হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) সূত্রে জানা যায়, আহত রানা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।