ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর অভিনীত আলোচিত সিনেমা 'পাগল মানুষ' সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। গতকাল রোববার বিনাকর্তনে সেন্সর বোর্ড এই ছাড়পত্র দিয়েছে বলে বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের একটি সূত্র। ২০১১ সালের জুনে 'পাগল মানুষ'-এর শুটিং শুরু হয়। পরের বছর ২৯ ডিসেম্বর শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরিচালক এম এ মান্নান মারা গেলে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। পরে নির্মাতা বদিউল আলম খোকন ছবিটির কাজ শেষ করেন ছাবটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নায়ক শাহেন। সিনেমাটি প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ছবিটি আমার ওস্তাদের। তিনি মারা যাওয়ার পর আমি শেষ করি। তবে পরিচালক হিসেবে ওস্তাদের নামই যাবে। কারণ এটা তো তার সৃষ্টি। নির্মাতা আরও বলেন, ছবিটি আনকাট সেন্সর ছড়পত্র লাভ করেছে। আগামী ঈদের পর ছবিটি মুক্তি দেয়া কথা ভাবছি। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন শাবনূর। বর্তমানে শাবনূর স্বামী-সন্তানের সঙ্গে অস্ট্রেলিয়াতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।