মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের বর্গাচাষি শাহানূর বিশ্বাসের চিকিৎসার সব খরচ রাষ্ট্রকে বহন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতেও নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে আসামিদের কারাবন্দি করার বিষয়টি অবহিত করেন। এরপর আদালত সব খরচ বহনের জন্য স্বাস্থ্য অফিদফতরের মহাপরিচালক এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
বখাটেদের হামলায় দুই পা হারানো শাহানূর বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।