বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শুরু করেছেন ট্রাম্প
প্রকাশ: ০৯:৪৬ am ০৯-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৪৮ am ০৯-১১-২০১৭
 
 
 


চীনের রাজধানী বেইজিংয়ে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুই নেতার মধ্যে আলাপ শুরু হয়।

বিবিসির খবরে বলা হয়, আলোচনায় এশিয়া সফরের অন্যতম এজেন্ডা উত্তর কোরিয়ার পরমাণু অভিলাষ বন্ধে ট্রাম্প চীনের হস্তক্ষেপ চাইবেন বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র চায়, উত্তর কোরিয়ার ওপর আরো চাপ দিক মিত্র রাষ্ট্র চীন। তবে বেইজিংয়ের দাবি, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট তৎপর তারা।

আলোচনায় বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির রাষ্ট্রপ্রধানরা বাণিজ্য ঘাটতির বিষয়টি টেনে আনবেন বলেও মনে করা হচ্ছে।

এর আগে পাঁচ রাষ্ট্র সফরে বের হওয়া ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে পরমাণু কর্মসূচি বন্ধে চুক্তিতে আসতে উত্তর কোরিয়াকে তাগিদ দিয়েছিলেন। সে সময় উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের সঙ্গে লাগতে এসো না।’

বক্তব্যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ও দেশটির ওপর চাপ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

বুধবার দক্ষিণ কোরিয়া সফর শেষে বেইজিংয়ে যান ট্রাম্প। সেখানে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে স্বাগত জানান চীনের কর্মকর্তারা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT