শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শেরপুরে বিয়াইয়ের বিয়াই খুন
প্রকাশ: ১০:৪৪ am ১৪-০৭-২০১৭ হালনাগাদ: ১০:৫০ am ১৪-০৭-২০১৭
 
 
 


শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে এক বিয়াইয়ের কিল-ঘুষিতে মারা গেছেন আরেক বিয়াই। গতকাল সন্ধ্যায় উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাতক বিয়াইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাড়ে তিন বছর আগে উপজেলার বাতকুচি গ্রামের সাদির আলীর ছেলে হোসেন আলীর সঙ্গে ডালুকোনা গ্রামের আবেদ আলীর কন্যা আছমার বিয়ে হয়। এই দম্পতির সংসারে একটি দেড় বছরের ছেলেসন্তান রয়েছে। সম্প্রতি আর্থিক দৈন্যের কারণে হোসেন আলী স্ত্রীকে নিয়ে কর্মের সন্ধানে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে আছমার পিতা আবেদ আলীর আপত্তি ছিল। গতকাল সন্ধ্যায় বেয়াই সাদির আলীর বাড়িতে গিয়ে কন্যাকে ঢাকায় নিয়ে যেতে নিষেধ করেন তিনি। এ নিয়ে উভয় বিয়াইয়ের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আবেদ আলীর আঘাতে সাদির আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিয়াই আবেদ আলী, তার স্ত্রী মাহফুজা বেগম ও কন্যা আছমাকে আটক করে থানায় নিয়ে আসে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT