কুষ্টিয়ার খোকসা উপজেলায় শারমিন আক্তার ভানু (৩২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী দেলোয়ার হোসেন আকন।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে উপজেলার পাইকপাড়ায় বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা যায় , সুনামগঞ্জের মাদুস মিয়ার ছেলে দেলোয়ার বিয়ে করে খোকসায় শ্বশুর বাড়িতেই থাকতে তিনি। দাম্পত্য কলহের জের ধরে বুধবার গভীররাতে তিনি তার স্ত্রী শারমিনকে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পেছনে ফেলে রেখে পালিয়ে যান। সকালে শারমিনের মা বাড়ির পেছনে মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দেলোয়ারকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।