সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সত্যায়িত অনুলিপি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছে । বুধবার (১৬ আগস্ট) দুপুরে অ্যাটর্নি জেনারেলের পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরে এ ধরনের একটি আবেদন করা হয়েছে। ১ আগস্ট বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগ বহাল ঘোষণার পর চূড়ান্ত রায় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক এখনো চলছে। দীর্ঘ এ রায়ে অতীতের সংবিধান সংশোধন, সামরিক শাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে কিছু পর্যবেক্ষণও দেওয়া হয়েছে। আর এ রায়ে পর্যবেক্ষণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষুব্ধ হয়েছে। বিএনপি এ রায়কে স্বাগত জানিয়েছেন।