রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইসি গঠন
সব রাজনৈতিক দলের কাছে ৫টি করে নাম চেয়েছে সার্চ কমিটি
প্রকাশ: ০৫:১৩ pm ২৮-০১-২০১৭ হালনাগাদ: ০৫:২২ pm ২৮-০১-২০১৭
 
 
 


নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চেয়েছে গঠিত সার্চ বা অনুসন্ধান কমিটি। আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে নাম পাঠাতে হবে।

নির্বাচন কমিশন গঠনে একই সঙ্গে মতামত নেওয়ার জন্য দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।   
 
শনিবার (২৮ জানুয়ারি) সুপ্রীম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
 
বৈঠক শেষে বেলা পৌনে ১টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন,
অনুসন্ধান বা সার্চ কমিটির প্রথম বৈঠক সকাল ১১টায় শুরু হয় এবং চলে প্রায় পৌনে দুই ঘণ্টা। কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। মূল উদ্দেশ্য ছিল কর্মপদ্ধতি কী হবে তা নির্ধারণ করা।
 
“প্রথম সিদ্ধান্ত হলো, রাষ্ট্রপতির কাছে যে সব দল সংলাপে অংশগ্রহণ করেছিল, তাদের সবার কাছে চিঠি যাবে ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নাম পৌঁছানোর জন্য।”

তিনি বলেন, ৩১টি দলের প্রত্যেক দলের কাছে অনুরোধ থাকবে পাঁচটি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে পৌঁছানো, ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে।   
 
“দ্বিতীয় সিদ্ধান্ত হলো, আগামী সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিদের সঙ্গে কমিটি বৈঠক করবে।”
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের সবাই চেনে মোটামুটিভাবে, এমন ১২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
 এরা হলেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, বিশিষ্ট আইনজীবী সুলতানা কামাল, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার একেএম শামসুল হুদা, প্রাক্তন নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন সভাপতি বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা।
 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ কার্যদিবসের মধ্যে একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি।
 
সার্চ কমিটির সদস্য হিসেবে রয়েছেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT