ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছে। তবে এবার দাবি ভিন্ন। এবার তারা আন্দোলনে নেমেছে আট মাস আগে শেষ হওয়া ২০১১-২০১২ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে। আন্দোলনের কর্মসূচি হিসেবে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে তারা অনশন শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরীক্ষা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। আর ওই মাসেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার এ সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তাই পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় নিলেও ফল দেয়ার দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষের। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও ফলাফলের খবর নেই। তাছাড়া এই ফলাফল ঘোষণার বিষয়ে ঢাবি’র নতুন ভিসির সঙ্গেও কথা বলেছি। তাতে মনে হচ্ছে এই ফলাফল তারা খুব শিগগিরই দিতে পারবেন না।’ তারা আরও জানান, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিলেন তারা ফল পেয়েছেন তিন মাস আগে। অথচ এই ফলাফল না পাওয়ায় ৩৮তম বিসিএসসহ বহু চাকরির নিয়োগ পরীক্ষাতেও আবেদন করতে পারছি না। আমরা তো পিছিয়ে পড়ছি। আমাদের নিয়ে ভাবার কি কেউ নেই? তবে ফলাফল দ্রুত ঘোষণা করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবেন। এর আগে গত ২০ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা সেশনজট ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় বিভিন্ন দাবি নিয়ে পূর্বঘোষিত কর্মসূচিতে রাজধানীর শাহবাগে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমান (২২) চোখ হারান।
ছবিঃ শামীম আহম্মেদ