চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার নয় শিশুর মৃত্যু কারণ হিসেবে হামকে চিহ্নিত করা হয়েছে। ওই পাড়ার কোনো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা পায় না। আর এখানকার শিশুদের কোনো দিন কোনো টিকা দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করে এ সব তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, 'অজ্ঞাত' রোগে শিশুদের আক্রান্ত খবর পেয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওই এলাকায় যায়। তারা অনুসন্ধান চালায়।' তিনি আরও বলেন, 'মৃত ও হাসপাতালে ভর্তি শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এসব শিশু হামের জীবাণু দ্বারা আক্রান্ত। তবে তারা অপুষ্টিতে ভুগছিল। ওই পাড়াতে ৮৫টি পরিবার আছে এবং ৩৮৮ বাসিন্দা আছে। এদের কেউ হামের টিকা পায়নি।'