বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সোমালিয়ায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ২৩১
প্রকাশ: ০৯:৪৫ am ১৬-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৪৬ am ১৬-১০-২০১৭
 
 
 


সোমালিয়ায় এক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩১ এ। আহত হয়েছেন অন্তত আরো ২৭৫ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মোগাদিসুর শারাফি হোটেলের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে ওই সময় অন্তত ৩০ জন নিহত ও অনেকেই আহত হন। পরে দেশটির মদিনা শহরে দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরো দুজন ঘটনাস্থলেই নিহত হন। সবমিলিয়ে এখন মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩১।

তবে এ হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়। এমনকি কোনও জঙ্গি সংগঠনও এই হামলার দায় স্বীকার করেনি।

ভয়াবহ এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ ফারমাজো। 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT