শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
প্রকাশ: ০৫:১৩ pm ২১-০৫-২০১৭ হালনাগাদ: ০৫:২১ pm ২১-০৫-২০১৭
 
 
 


স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা তিনি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা'র ভাস্কর্য নির্মাণ করেছিলেন। শনিবার (২০ মে) রাত ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত ২ মে তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আনা হয়। সেখান থেকে বারডেম হাসপাতালে আনা হয়েছিল গত ১০ মে। এরপর থেকে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি অপরাজেয় বাংলার নির্মাণ কাজ শুরু হয়। ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর ভাস্কর্যের উদ্বোধন করা হয়। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন।১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।২০১৪ সালে শিল্পকলা পদক এবং ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT