বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল
প্রকাশ: ১১:০৮ am ২৭-০৩-২০১৮ হালনাগাদ: ১১:১০ am ২৭-০৩-২০১৮
 
 
 


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধিদল।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

দলের বাকি দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন ও আলতাফ হোসেন।

প্রতিনিধিদলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ আমাদের বৈঠকের কথা আছে।

বৈঠক হোক, পরে এ বিষয়ে কথা বলবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।’

এর আগে গত শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোটসহ সরকারের সঙ্গে থাকা দলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়। কিন্তু বিএনপি সমাবেশের অনুমতি চাইলে নানা অজুহাতে অনুমতি দেওয়া হচ্ছে না। তাই আশা করি, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়টি দেখবেন।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT