বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার সুব্রত সেনগুপ্ত মারা গেছেন
প্রকাশ: ১১:১৪ am ০৪-০৭-২০১৭ হালনাগাদ: ১১:১৬ am ০৪-০৭-২০১৭
 
 
 


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার সুব্রত সেনগুপ্ত মারা গেছেন। মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। সুব্রত সেনগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জলি সেনগুপ্ত।তিনি জানান, চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, সুব্রতর প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে আরো কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গ্রিন লাইফের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সুব্রত-জলি দম্পতির দুই ছেলে শুভদীপ সেনগুপ্ত ও সংগীত সেনগুপ্ত। দুজনই স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া মুক্তিযুদ্ধের বেশ কিছু গান রচনা করেন সুব্রত সেনগুপ্ত। এগুলোর মধ্যে রয়েছে ‘শোন জনতা গণ জনতা’, ‘রক্ত চাই রক্ত চাই, অত্যাচারীর রক্ত চাই’সহ অসংখ্য গান।গীতিকার সুব্রত একুশে ফেব্র্রুয়ারি নিয়ে ১৬০টি গান, আর বঙ্গবন্ধুকে নিয়ে ৫৫৫টি গান রচনা করেছেন।

 

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT