ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিনলাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করেছে।
পুলিশ জানিয়েছে, মো. রাসেল (২৫) নামে ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়।
শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানা যায়, “দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।”
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, “কদমতলী এলাকায় ফ্লাইওভারের ঢালে গ্রিনলাইন পরিবহন তার (রাসেল) প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন সে কার থামিয়ে বাসটিকে থামাতে যায়। বাস না থামিয়ে প্রথমে রাসেলকে ধাক্কা দেয়, পরে তার বাম পায়ের উপর চাপা দিয়ে চলে যায়।”
বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।