বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজস্ব হালখাতায় সংগ্রহ হয়েছে ৫৭৬ কোটি টাকা।
বৃহস্পতিবার রাতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “হালখাতার মাধ্যমে আয়কর সংগ্রহ হয়েছে ৩০৬ কোটি টাকা। অপরদিকে শুল্কতে ২০৭ কোটি ও ভ্যাটে পাওয়া গেছে ৫৩ কোটি টাকা।”
তিনি আরও জানান, ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ স্লোগানকে সামনে রেখে কর পরিশোধে উৎসাহ দিতে হালখাতা উৎসবের আয়োজন করে এনবিআর। চৈত্রের শেষদিনে এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমস কার্যালয়ে এ উৎসব উদযাপন করা হয়।