বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ কুমার
প্রকাশ: ১০:৪১ am ১১-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৩ am ১১-০৮-২০১৭
 
 
 


শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ কুমার। বুধবার (৯ আগস্ট) দুপুরে মুম্বাইয়ের হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রবীণ এই অভিনেতাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন তাঁর স্ত্রী সায়রা বানুসহ একাধিক আত্মীয়-স্বজন। বলিউড তারকাকে দেখতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তবৃন্দ। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খবর দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন সায়রা বানু। ৯৪ বছর বয়সী এই অভিনেতা গত এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২ অগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালির সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন দিলীপ কুমার। গত বছরের ডিসেম্বরেও জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি মাসে আবারও অসুস্থ হয়ে পড়েন দিলীপ কুমার। বেশ কয়েকদিন চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে বাড়ি ফেরায় নিশ্চিন্ত দিলীপ কুমারের পরিবার ও ভক্তরা।

সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT