শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
হাসির বাণে সম্ভাষণ!
প্রকাশ: ১০:১৬ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ১০:২০ am ১৭-০৯-২০১৭
 
 
 


"হাসির বাণে সম্ভাষণ!"


বেশ করেছো যাবার বেলা না করিয়া দেখা
এখন বেশ বুঝতে পারি বুদ্ধিতে যে পাকা।
বিদায়!দেওয়া-নেওয়ার কষ্ট  যায়না দেখা  
অন্তর জ্বালা নয়তো দেখবার, অনুভবের।

হায়রে অভিমানি কাছে দুরে যেথায় থাকো
থাকবে ভাল, জ্বেলে মঙ্গল দ্বীপের আলো।

বেশ করেছো না বলে,অশ্রু জলের প্লাবনে
অব্যক্ত কথাটি  যাওনি বলে, হাসির বাণে
ধৃষ্টতায় যাবার বেলা,শেষ সময়ে করোনি
করুনা ভরা,হাসির বাণে বিদায় সম্ভাষণ।

নয়নজলে শেষের বেলায় আমার নিবেদন
থেকোনা একাকী,জনাকীর্ণ নিস্তব্ধ আধারে
স্মৃতির দহণ!করাবে রোদন স্মৃতি রোমন্থনে।

 

মুশফিকুর রহমান মোহন

৬ ডিসেম্বর  ২০০০
মুরমানস্কা,
সোভিয়েত রাশিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT