রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রতিটি কবরে তিনি ফুল ছিটিয়ে দেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু প্রমুখ। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর পরই সর্বস্তরের মানুষের জন্য কবরস্থানের গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনতা। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের জনতা ১৫ আগস্টে নিহতদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিতে দিতে সকাল থেকে বনানী কবরস্থানে জড়ো হন নেতাকর্মীরা। কবরস্থানকে ঘিরে কড়া নিরাপত্তায় অবস্থান করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।