২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আসন্ন বছরে ২২দিন সরকারি ছুটি থাকলেও সেগুলোর ১০ দিনই পড়েছে শুক্র ও শনিবার। ফলে সরকারি ছুটি কাটানোর সুযোগ থাকছে মাত্র ১২ দিন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরষিদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এতথ্য জানান।
এরমধ্যে ১৪ দিন সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ৮ দিন মিলে মোট ছুটি ২২ দিন।
জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি, যার মধ্যে ৬টিই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়েছে।
বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ছুটি ৮দিন, তবে এর মধ্যে ৪দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার।
ধর্মীয় পর্ব উপলক্ষে ৩ দিনের ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। পার্বত্য এলাকা বা এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈসাবি উদযাপন উপলক্ষে ২ দিন ছুটির ১ দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে।
২০১৬ সালে ২২দিন ছুটির মধ্যে শুক্র ও শনিবার ছিল ৪দিন।