বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। বৈঠকটি ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে থাকায় তাকে ছাড়াই এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত। একই সঙ্গে তার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং ২ কোটিরও বেশি অর্থদণ্ড দিয়েছেন আদালত।