পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাসসমূহ ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে এই দীর্ঘ ছুটিতে রাবির আবাসিক হলসমূহ বন্ধ হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক বলেন, ‘যদি সবুজ কালির (অফিস খোলা থাকবে) ছুটি হয় তাহলে নিজ নিজ বিভাগ তাদের ইচ্ছামতো পরীক্ষা গ্রহণ করতে পারবে।’
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, এখনো তো বিশ্ববিদ্যালয় খোলা আছে। তবে ছুটিতে হল বন্ধ হবে কি না সেটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি হয় তাহলে শিক্ষার্থীদের জানানো হবে।