বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেতা শাকিব খানের ওপর এফডিসিভিত্তিক ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কেউ কাজ করবেন না । এ নিষেধাজ্ঞার ওপর হাইকোর্ট তিনটি চলচ্চিত্র নির্মাণের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষে রিট দায়ের করা হয় । রিটের শুনানি শেষে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তিনটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছেন । রোববার (২৩ জুলাই) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর ফলে ওই ৩টি চলচ্চিত্রে কাজ করতে শাকিব খানের আর কোনো বাধা রইল না। ৮ জুলাই শাকিব খানের নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে চলচ্চিত্র পরিবার ।