বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
৩০ ঘণ্টা পর জঙ্গি মুক্ত জম্মু-কাশ্মিরের সেনাক্যাম্প, নিহত ৯
প্রকাশ: ০৪:০৫ pm ১১-০২-২০১৮ হালনাগাদ: ০৪:০৭ pm ১১-০২-২০১৮
 
 
 


ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ান সেনা শিবির প্রায় ৩০ ঘণ্টা অভিযানের পর রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে জঙ্গি মুক্ত হয়েছে। এ হামলায় পাঁচ সেনাসদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ভারতের ৩৬ ব্রিগেডের সেনাক্যাম্পে এ হামলা চালানো হয়।

লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক সেনাসদস্যের বাবা। ওই সেনাসদস্যও নিহত হয়েছেন। এছাড়া ৪ হামলাকারীও নিহত হয়েছে। রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ২০০৩ সালে জম্মুর সেনা এই ঘাঁটিতে হামলায় ১২ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

হামলাকারীরা কিভাবে সেনাক্যাম্পে প্রবেশ করেছে তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, শিবিরের পাশের নালা দিয়ে এসে পেছনের দিকের তার কেটে ঘাঁটিতে প্রবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলের ৫০০ মিটারের মধ্যেই রয়েছে ওই সেনাক্যাম্পের স্কুল।

জম্মু পুলিশের মহাপরিদর্শক এসডি সিং জামাল বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, শনিবার ভোর চারটা ৫৫ মিনিটের দিকে হামলাকারীদের উপস্থিতি টের পাওয়ার পর তল্লাশি চৌকির সেনাসদস্যরা গুলিবর্ষণ শুরু করে। পরে তারা সেনাদের পরিবার ঘাঁটির যে অংশে থাকে সে অংশে গা ঢাকা দেয়।

ফলে সেনাক্যাম্প মুক্ত করতে তল্লাশি অভিযান চালায় ভারতীয় বাহিনী। রোববার সকাল পর্যন্ত দফায় দফায় চলে গুলির লড়াই। শেষ পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে সুঞ্জওয়ান সেনাক্যাম্পকে জঙ্গিমুক্ত বলে ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী। সূত্র: আনন্দবাজার, কলকাতা ২৪*৭

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT