যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্র দেশের পর এবার ৭ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ন্যাটো। ন্যাটো প্রধান বলেছেন, যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টা ইস্যুতে রাশিয়ার আচরণের চড়া মূল্য দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
যুক্তরাজ্যে বসবাস করা সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার জেরে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেন। এর পর পর ইইউভুক্ত বিভিন্ন দেশ থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা আসে। এ পর্যন্ত ২৫ টির বেশি দেশ থেকে শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
একে অবন্ধুত্বপূর্ণ মন্তব্য করে এ ব্যবস্থায় অংশ নেয়া সব দেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।