শনিবার(২৫ নভেম্বর) রাজধানীর আম্বালা আইটির প্রধান কার্যালয়ে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান “বাস্তব” এর সঙ্গে তাদের কার্যক্রমকে আরোও দ্রুত, সহজে ও নির্ভুলভাবে পরিচালনার জন্য “মাইক্রোফিন প্লাস” সফটওয়ারের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়।
“বাস্তব” এর নির্বাহী পরিচালক জনাব রুহি দাশ এবং আম্বালা আইটির সিইও জনাব আরিফ সিকদার আম্বালা আইটির প্রধান কার্যালয়ে তাদের প্রতিষ্ঠানের পক্ষে “মাইক্রোফিন প্লাস” সফটওয়ারের চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় আম্বালা আইটির তৈরি “মাইক্রোফিন প্লাস” সফটওয়ারটি “বাস্তব” তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যাবহার করবে , যা “বাস্তব’ এর সকল কার্যক্রমকে আরোও সহজ, দ্রুত ও নির্ভুলভাবে পরিচালনা করতে বিশেষ ভূমিকা রাখবে।
মাইক্রোফাইনান্স প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ অত্যাধুনিক ও প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রম পরিচালনা ও অধিক সিকিউরিটি সম্পন্ন এমন একটি সফটওয়ার “মাইক্রোফিন প্লাস” আম্বালা আইটি বাজারে নিয়ে এসেছে।
যার মডিউলগুলো হলো- ১।মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট, ২। একাউন্টস ম্যানেজমেন্ট, ৩। এইচ আর ও পেরল, ৪।এ্যাসেট ম্যানেজমেন্ট, ৫। ইনভেনটোরি ম্যানেজমেন্ট ও ৬।প্রকিউম্যান্ট ম্যানেজমেন্ট।
অনুষ্ঠানে “বাস্তব” ও আম্বালা আইটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রয়োজনীয় যোগাযোগ ঃ আম্বালা আইটি
ঠিকানা ঃ ৬৭/ক পিসি কালচার হাউসিং সোসাইটি, শ্যামলী, ঢাকা।
মোবাইল ঃ ০১৭০৮৪০৮৬৮৬
ওয়েবসাইট ঃ www.ambalait.com