রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
১ম ‘ফেসবুক মার্কেটিং সামিট-২০১৭’
প্রকাশ: ১১:১১ am ১২-০৩-২০১৭ হালনাগাদ: ১১:৪০ am ১২-০৩-২০১৭
 
 
 


ফেসবুক মার্কেটিংয়ের দুনিয়ায় এরইমধ্যে একটি বিশাল অবস্থান দখল করে ফেলেছে । আর ফেসবুক মার্কেটিং সারা পৃথিবীতে এখন আলোচনা এখন তুঙ্গে। আর তাই  ‘ফেসবুক মার্কেটিং সামিট-২০১৭’ আয়োজন করছে ওনিয়ন টাইগার লিমিটেড।

আগামী ২৫ মার্চ রাজধানীর ইএমকে সেন্টারে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ছয়টি সেশনে এই সামিট হবে।

সম্মেলনে ফেসবুক ব্যবহার করে পণ্য ও সেবার বিপণন বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা কথা বলবেন।

ছয়টি সেশনে হলো-
Session 1: Strategic Way of Facebook Marketing for business 
Session 2: Building Brand Awareness through Facebook Marketing 
Session 3: Facebook Marketing for E-commerce 
Session 4: Exploring Ad Account Insight on Facebook 
Session 5: Strategic Ad Campaign on Facebook for Business 
Session 6: Monitoring strategy of Facebook Marketing for Business

আয়োজনে অংশ নিতে চাইলে আগ্রহীদের এক হাজার টাকার বিনিময়ে নিবন্ধন করতে হবে। আগামী ২০ মার্চ পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।
স্থান: EMK Center, Dhaka 
সময়: ৯.৩০ am - ৬.৩০ pm
নিবন্ধন ফি: ১,০০০ টাকা 
নিবন্ধন সময়সীমা : ২০শে মার্চ ২০১৭

নিবন্ধনের জন্য প্রথমে নিচের লিঙ্ক এ গিয়ে নিবন্ধন করতে হবে-

১। নিবন্ধনের জন্য ক্লিক
     ফেইসবুক পেজ

২. নিবন্ধন ফর্ম পূরণ করা হলে তারপর "বিকাশ" এর মাধ্যমে নিবন্ধন ফি ১,০০০ টাকা পাঠাতে হবে। বিকাশ নাম্বার হলো- 01771113311

৩. বিকাশে টাকা পাঠানোর পর ওই একই নাম্বারে (01771113311) আপনার নাম ও Bkash TRX ID এস.এম.এস এ পাঠিয়ে দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোবাইল- 01914619486

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT