জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। বেগম জিয়া প্রধান আদালতে পৌঁছানোর আগেই বেলা ১১ টা ১৮ মিনিটে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।
ওই মামলার আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার আইনজীবী আমিনুল ইসলাম। মঙ্গলবার সরকারিপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। ওইদিনও আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যুক্ততর্কের জন্য দিন ধার্য করেন।ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।আগামী ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা করা হবে।