জর্ডানে বন্দুকধারীদের গুলিতে কানাডীয় পর্যটক ও পুলিশসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীদের গুলিতে চার হামলাকারীও নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২৭ জন।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হামলার সঙ্গে কোনো জঙ্গি দলের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি।
জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে, জর্ডানের রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে কারাক এলাকার ঐতিহাসিক একটি দুর্গের ভেতর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুলিশ, কানাডীয় এক নারী পর্যটক এবং জর্ডানের দুজন সাধারণ নাগরিক রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হামলাকারীরা ওই দুর্গের ভেতর তাদের জিম্মি করে রাখে। এসময় হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময় চলে। এ ঘটনায় চার হামলাকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এদিকে হামলার পরে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে এবং দেশটির একজন নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।