বরগুনার পাথরঘাটা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোরে উপজেলার বলেশ্বর নদের মাঝেরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেন র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব। তিনি আরও দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি সূত্রে জানা যায়, সকালে র্যাবের পক্ষ থেকে গোলাগুলিতে দুইজনের নিহতের তথ্য জানানো হয়েছে। নিহতরা সুন্দরবন সংলগ্ন জলদস্যু হাসান বাহিনী সদস্য।
র্যাব সদস্যরা লাশ নিয়ে পাথরঘাটার পদ্মা দিকে রওনা হয়েছেন। তাঁরা আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানান গোলাম মোস্তফা।