আগামী সোমবার (১০ জুলাই) বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপান নৌমহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে উদ্বিগ্ন চীন বলেছে, তাদের আশা এই মহড়ার লক্ষ্য 'তৃতীয় কোনো দেশ' নয়। জাপান, যুক্তরাষ্ট্র এবং ভারতের যুদ্ধজাহাজের অংশগ্রহণে বঙ্গোপসাগরে ১০ দিন ধরে এই নৌমহড়া চলবে। শুক্রবার (৭ জুলাই) থেকে যুদ্ধজাহাজগুলো আসা শুরু করেছে। সিকিম সীমান্তে চীনা এবং ভারতের সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। এমন উত্তেজনাপূর্ণ অবস্থায় নৌমহড়ার প্রতিক্রিয়ায় চীনা সরকারের একজন মুখপাত্র বলেছেন, "আমরা আশা করছি এ ধরনের সম্পর্ক এবং সহযোগিতা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে ঘটছে না এবং এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সহায়ক হবে।" ১৯৯২ সাল থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মালাবার মহড়া শুরু হয়। ২০১৪ সাল থেকে এই মহড়ায় যুক্ত হয় জাপান। চীনের বিরোধিতার আশঙ্কায় এ বছর অস্ট্রেলিয়াকে মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। মালাবার মহড়া দক্ষিণ চীন সাগরের কাছে ভারত মহাসাগরে হয়। চীন এই সাগরকে নিজেদের বলে দাবি করে। যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, সাবমেরিন ও এয়ারক্র্যাফট এই মহড়ায় একসঙ্গে অংশ নেবে। এছাড়া তারা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে যৌথভাবে টহল দিবে। এদিকে ২০১৩ সাল থেকে ভারত মহাসাগরে চীনের কমপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করা নিয়ে উদ্বিগ্ন ভারত। উল্লেখ্য, জার্মানিতে হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে পাশাপাশি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করবেন। এর আগে ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনা না করার কথা জানিয়েছিলো চীন। সূত্র: এনডিটিভি