জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি সিরিয়ার পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র এককভাবে পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি।
বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কথা তুলে ধরেন নিকি হ্যালি।
সিরিয়ার দামেস্ক ও পূর্ব ঘৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দিয়েছেন নিকি হ্যালি। তিনি জানান, গত বছরে রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় নিজ উদ্যোগেই সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। যদি একলাই চলতে হয়, তাহলে যুক্তরাষ্ট্র এ রকম হামলা আবার করতে সক্ষম বলে হুঁশিয়ারি দেন তিনি।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, রাশিয়ার সমর্থনে আসাদ বাহিনী বিদ্রোহী দমন অভিযানে সেখানকার অবস্থা শোচনীয়। এখনো দামেস্ক, ইদলিব, আফরিন ও পূর্ব ঘৌতায় চলছে সহিংসতা। এসব এলাকায় ত্রাণ কার্যক্রমও ঠিকমতো চালানো যাচ্ছে না। তিনি বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির খবর আমাদের জানা নেই।