শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
সাভার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রি নিহত
প্রকাশ: ০৪:০৬ pm ২১-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:০৯ pm ২১-০৯-২০১৭
 
 
 


রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু মিয়া (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকজন রাজমিস্ত্রি জানান, সকাল থেকে অরুণা পল্লী হাউজিং সোসাইটি এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সলিমুল্লাহর নির্মাণাধীন চারতলা ভবনের তিনতলায় কাজ করছিলেন কিছু রাজমিস্ত্রি। দুপুরে তিনতলায় কাজ করার সময় রাজমিস্ত্রি মন্টু মিয়া ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই রাজমিস্ত্রি নিহত হওয়ার ঘটনায় পুলিশকে না জানিয়ে তাঁর লাশ গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন রাজমিস্ত্রি বাধা দেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।’ অন্যদিকে, সকালে সাভারের নামাগেণ্ডা এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT