শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
স্কার্ট পরে উপস্থিত হয়ে খবরের শিরোনাম হলেন রণবীর
প্রকাশ: ১০:০১ am ১১-০৭-২০১৭ হালনাগাদ: ১০:০৪ am ১১-০৭-২০১৭
 
 
 


শোবিজ জগতে পোশাক বিতর্ক অনেক পুরনো একটি বিষয়। সেই বিতর্কে শুধু নায়িকারাই না, নায়করাও জড়িয়ে রয়েছেন। তেমনি একজন হচ্ছেন বলিউডের প্রভাবশালী অভিনেতা রণবীর সিং।  শুধুমাত্র সিনেমার চরিত্র নয়, নিজের পোশাক-স্টাইলেও উদ্ভট কিছু প্রমাণও রেখেছেন রণবীর। অভিনয়ের খাতিরে নগ্নতার পাশাপাশি বেফিকার সিনেমায় ২৩টি চুমুর দৃশ্য নিয়েও সমালোচনা কম কুড়ান নি। কখনো কখনো বিতর্কিত বিজ্ঞাপন চিত্রে অভিনয়, নাকে নথ পরে ম্যাগাজিনের কাভারে আসা, র‌্যাপার বেশে আবার কখনো ছেড়া জামাকাপড়ে তাকে দেখেছেন দর্শক-ভক্তরা। এবার আলোচনায় আসলেন নারীদের স্কার্ট পরে। সম্প্রতি ভারতের বর্তমান প্রজন্মের ৫০ জন প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি অ্যাওয়ার্ড শো-তে ডাক পেয়েছিলেন রণবীর সিং। সেখানেই স্কার্ট পরে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেতা। সেই ছবি আবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। আর এতে খবরের শিরোনাম হলেন রণবীর। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT