শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
"ক্রিস গেইলের সাথে রাখার মতো একটি রাত কাটিয়েছি
প্রকাশ: ১১:১৬ am ০৬-০২-২০১৮ হালনাগাদ: ১১:১৯ am ০৬-০২-২০১৮
 
 
 


সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে 'লাকি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিলো অভিনেত্রী স্নেহা উল্লাহের। পরবর্তীতে বলিউডে সেভাবে সফলতা না পেলেও ঐশ্বরিয়া রায়ের সঙ্গে চেহারার মিল থাকায় বেশ আলোচিত হন তিনি। বহুদিন থেকেই লাইমলাইটে নেই। তবে হঠাৎ করেই বেশ আলোড়ন তুলেছেন। এর মূল কারণ হলো ক্যারিবিয়ান দুই ক্রিকেটার ক্রিস গেইল এবং ডোয়াইন ব্রাভো। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ মাঠে নামার একদিন আগে নাকি ক্যারিবিয়ান ক্রিকেটারদের সঙ্গে পার্টিতে অংশ নেন স্নেহা। এতদিন পর অবশেষে তা নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। ২৮ বছর বছর বয়সী স্নেহা, ক্রিস গেইলের সঙ্গে নেচেছেন, জমিয়ে আড্ডাও দিয়েছেন। তার কথায়, "ক্রিস গেইল অত্যন্ত শান্ত, হোটেলে তার সঙ্গে মনে রাখার মতো একটি রাত কাটিয়েছি, অনেক মজাও হয়েছে। তাকে দেখুন! খুব শান্ত মানুষ।" সেদিনের আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ভেগা এন্টারটেইনমেন্টকে ধন্যবাদও জানান এ অভিনেত্রী। তিনি বলেন, 'আমার ভক্তরা মনে করেন, আমি গেইলের জন্য সৌভাগ্যের প্রতীক। আমরা একটি প্রাইভেট পার্টিতে ছিলাম। সে আমার কাছে আসলো এবং আমরা কথা বলা শুরু করলাম। আমরা ফোন নাম্বার বিনিময় করালম এবং পরবর্তীতে যোগাযোগ রাখলাম। সে আমাকে 'হিউম্যান ডল' বলে ডাকে।" গেইলের নাচ-গানেরও খুব প্রশংসা করেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT