'ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড' পেলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এ বিশ্বসুন্দরীর হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজ কর্মক্ষেত্র সাফল্যের নজির রাখা নারীরাই রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার পেয়ে থাকেন। পেশায় অভিনেত্রী হলেও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ঐশ্বরিয়া। জাতিসংঘের নানা কর্মসূচির সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন ধরনের দাতব্য কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নেন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছেন অ্যাশ। ১৫ বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে। মূলত কানে অংশগ্রহণের এমন নজির গড়ার কারণেই ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেত্রী। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঐশ্বরিয়ার সঙ্গে আরও ১১১ জন নারীকে এ সম্মানে ভূষিত হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী ঐশ্বরিয়া পরেন সব্যসাচী মূখোপাধ্যায়ের ডিজাইন করা ধুসর রঙের শাড়ি। কপালে ছিল লাল টিপ ও মানানসই গয়না। সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস