শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অবশেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশ: ০৪:৪৩ pm ১২-০৭-২০১৭ হালনাগাদ: ০৪:৪৪ pm ১২-০৭-২০১৭
 
 
 


আদালতের আদেশ নিয়ে অবশেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ছোট ছেলে লাবিব সারার ও ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালকে নিয়ে বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। গত রোববার (০৯ জুলাই) লন্ডনে যেতে ইলিয়াস আলীর স্ত্রীকে বাঁধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। এরপর এ বাঁধার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। সোমবার (১১ জুলাই) হাইকোর্ট তাকে বিদেশে যেতে বাঁধা না দেওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করলে বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ইলিয়াস ও লুনা দম্পতির বড় ছেলে ব্রিস্টলে ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ডে আইনে স্নাতক শেষ করেছেন। আগামী ১৪ জুলাই তার স্নাতক সমাপনী অনুষ্ঠান। ছেলের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতেই ইলিয়াস আলীর স্ত্রী লন্ডন যাচ্ছেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাত থেকে নিঁখোজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। রাজধানীর মহাখালীতে বাসার কাছে ইলিয়াস আলীর ব্যবহৃত গাড়িটি পাওয়া গেলেও পরে তাদের আর কোনো সন্ধান মেলেনি। ইলিয়াস বিএনপির তৎকালীন কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি  সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন। তার স্ত্রী লুনা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT