৪ জাতির জকি ক্লাব আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ছুটেই চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের জয়রথ।
এবার তহুরার হ্যাটট্রিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ছোটন শিষ্য'রা।
আগের ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে এদিন হংকংয়ের 'সু সাই ওয়ান' স্টেডিয়ামে খেলতে নামে লাল সবুজের প্রতিনিধিরা। র্যাংকিংয়ে ইরান বাংলাদেশের চেয়ে ৪৪ ধাপ এগিয়ে থাকলেও মাঠের খেলায় স্পষ্টতই আধিপত্য ছিলো মারিয়া বাহিনীর।
আগের ম্যাচে জোড়া গোল করলেও হ্যাটট্রিক মিসের আক্ষেপটা এ ম্যাচে ঘোচান তহুরা। বাংলাদেশের হয়ে তুলে নেন টুর্নামেন্টের ২য় হ্যাটট্রিক। ইরানের নারী দল ১ গোল শোধ দিলেও ৮-১ এর দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
রোববার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে নারী দল। ওই ম্যাচে জয় পেলে জকি কাপের শিরোপা জয়ের উল্লাসে মাতবে ছোটন শিষ্য'রা।