রাজধানীর কদমতলীতে এক গৃহবধূ এসিড ‘হামলা’র শিকার হয়েছেন। তাঁর নাম জহুরা বেগম (২৩)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।
জহুরা তাঁর স্বামী মো. রিপন মিয়া এক সন্তানকে নিয়ে কদমতলীর বৌবাজার এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
মো. রিপন মিয়া জানান, বাড়িতে তাঁর স্ত্রী জহুরা টয়লেট থেকে বের হওয়ার সময় বাইরে থেকে হঠাৎ এসিড এসে তাঁর হাত ও পায়ে লাগে। এতে ঝলসে যায় জহুরার হাত-পা। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার সময় বাসায় বিদ্যুৎ ছিল না। তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সংশ্লিষ্ট চিকিৎসকের বরাত দিয়ে জানান, জহুরার হাতে ও পায়ে এসিডে ১০ শতাংশ পুড়ে গেছে।