বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ: ০৯:৫৬ am ২৮-০১-২০১৭ হালনাগাদ: ০৯:৫৮ am ২৮-০১-২০১৭
 
 
 


বরিশালের হিজলা উপজেলা সদরে বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির ছাত্রী বৈশাখী আক্তার (১৪)।

শুক্রবার রাত ৮টার দিকে পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

অপরিণত বয়সে খালাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় রাগে ও ক্ষোভে সে আত্মহত্যা করে বলে জানিয়েছেন হিজলা থানার এসআই মহিউদ্দিন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আত্মহত্যাকারী বৈশাখী উপজেলার বড়জালিয়া গ্রামের কবির সিকদারের মেয়ে এবং স্থানীয় বিসিডি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এসআই মহিউদ্দিন আরো জানান, বৈশাখীর মা উম্মে হাবিবা সম্প্রতি তার বোনের ছেলের সঙ্গে বৈশাখীর বিয়ে ঠিক করেন। কিন্তু বৈশাখী এই বিয়েতে রাজি হয়নি। সে পড়াশোনা করতে চেয়েছিল। এ নিয়ে মা তাকে বকাঝকা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই মহিউদ্দিন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT