শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
অর্থ আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম আটক
প্রকাশ: ১২:০২ am ২৩-০৯-২০১৭ হালনাগাদ: ১২:০৪ am ২৩-০৯-২০১৭
 
 
 


বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লাকে (৬০) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে ইকবাল হোসেন মোল্লাকে আটক করে উপপরিচালক সামসুল আলমের নেতৃত্বে দুদকের একটি দল। আটককৃতের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক। জানা যায়, ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ধক দেখিয়ে কৃষি ব্যাংক কারওয়ানে বাজার করপোরেট শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঋণ সুবিধা নিয়ে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে ইকবালের বিরুদ্ধে চলতি বছরের ৪ আগস্ট তেজগাঁও থানায় দুদকের উপপরিচালক সামসুল আলম মামলা করেন। ওই দিনই এ মামলার আসামি ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদকে আটক করা হয়। মামলার বাকি পাঁচ আসামি হলেন মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, সাবেক এজিএম সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT