অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়সিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে জয়সি ছাড়াও আরও চারজনকে অযোগ্য ঘোষণা করে দেশটির হাইকোর্ট। কারণ অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তির নির্বাচিত হওয়ার সুযোগ নেই।
জয়সি অযোগ্য ঘোষিত হওয়ায় অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন সরকারের মাত্র একটি আসন বেশি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা থাকল। তবে তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব বাতিল করা হলে উপনির্বাচনে তার পুনরায় নির্বাচিত হয়ে আসার সুযোগ রয়েছে। তাৎক্ষণিকভাবে আদালতের রায় মেনে নিয়েছেন জয়সি। তিনি বলেন, আদালতের রায়কে আমি শ্রদ্ধা জানাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যেখানে ক্ষমতার ভারসাম্য রয়েছে। দেশের আদালত স্বাধীন।
সূত্র: বিবিসি