মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গোয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলার ঘটনা ঘটেছে
প্রকাশ: ১১:৩০ am ১১-১০-২০১৭ হালনাগাদ: ০২:৪৪ pm ১১-১০-২০১৭
 
 
 


ভারতের গোয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ অক্টােবর) রাতে খেলা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট ছিল ৬ ওভারে ৪৮ রান। সহজেই সে রান টপকে জয় পেয়েছিল ভারত।  

দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ১-১ এ সমতায় ফিরেছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে অজিদের জয়টি ৮ উইকেটের বড় ব্যবধানে। ভারতকে ৮ উইকেটে হারানোর পর টিম অস্ট্রেলিয়ার বাসে হামলার ঘটনা ঘটেছে।  

জানা গছে, গোয়াহাটির কিছু ক্রিকেট ভক্তের এলোপাতাড়ি পাথর নিক্ষেপে করলে ভেঙে যায় বাসের জানালার কাচ। ভাঙা জানালার একটি ছবি পোস্ট দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যারন ফিঞ্চ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উদ্বেগের কথা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT