শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংস এ বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট ৪৩
প্রকাশ: ১১:১৯ am ০৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৫:৫৯ pm ০৭-০৯-২০১৭
 
 
 


চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ । ৭২ রানে পিছিয়ে থেকে ইনিংস শুরু করে টাইগাররা । শুরুর ৫ ওভারের মাথায় সৌম্য সরকারের উইকেটটি হারায় তারা । পঞ্চম ওভারে প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৯ রান করে আউট হয়ে যান তিনি। ১১ রানের প্রথম উইকেট হারালো টাইগাররা । ক্রিজে আছেন সাব্বির রহমান ১ ও মুশফিকুর রহিম ০ রান নিয়ে । সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৭ উইকেটে ৩৯ রান । আউটের খেলায় মেতে ওঠেন নাসিরও । ১৮ বলে ৫ রান করে তিনি আউট হন । দলীয় ৩৭ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে । তামিম ইকবাল ৩৮ বলে ১২ রান করে আউট হন । তামিমের পরপর আউট হন ইমরুল কায়েস । তিনি ৩৮ বল খেলে ব্যক্তিগত ১৫ রান সংগ্রহ করেন । লায়নের বেল ক্যাচ আউট হন সাকিব আল হাসান। তিনি যোগ করেন মাত্র ২ রান । এর আগে চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার বাকি এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। আগের দিনের ৯ উইকেটে ৩৭৭ নিয়ে দিন শুরু করা অসিরা যোগ করতে পারেনি আর কোন রান । ন্যাথান লায়নকে আউট করে মোস্তাফিজ পেয়েছেন ইনিংসে চতুর্থ উইকেট । প্রথম ইনিংসে স্টিভেন স্মিথরা পায় ৭২ রানের লিড । আগের দিনের বৃষ্টির কারণে চতুর্থ দিনে আধাঘন্টা আগেই শুরু হয় দিনের খেলা । প্রথম ওভারে বল করতে এসে মেডেন পান সাকিব আল হাসান । দিনের দ্বিতীয় ওভারেই বল হাতে নেন ছন্দে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান । প্রথম চারটি বল কোনমতে পার করে দিলেও পঞ্চম বলে স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন লায়ন । ৮৪ রানে ৪ উইকেট পেলেন পেসার মোস্তাফিজ । বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে আগের দিন ৯ উইকেটে ৩৭৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT