শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আইটি পার্কে ৩ বছরে ৩ লাখ কর্মসংস্থান : জুনাইদ আহমেদ পলক
প্রকাশ: ০৪:৩২ pm ২৮-১১-২০১৭ হালনাগাদ: ০৪:৪১ pm ২৮-১১-২০১৭
 
 
 


সারা বাংলাদেশে আমরা ২৮টি আইটি পার্ক নির্মাণের কাজ করছি এবং সেখানে আগামী তিন বছরে তিন লাখ মানুষকে প্রশিক্ষণ দেয়া হবে। যার মধ্য দিয়ে ২০২১ সাল নাগাদ ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করব।  

একথা বলেছেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ এর বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, ইতিমধ্যে পাঁচ লাখ তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে । দেশে প্রায় ১০ হাজার ই-কমার্স উদ্যোক্তা রয়েছে।  আমাদের দেশে কর্মসংস্থান একটা বড় ইস্যু। ১৬ কোটি মানুষের দেশে প্রায় ৭০ ভাগ তরুণ । বিপুল শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, ২০০৮ সালে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৮ লাখেরও কম ছিল। ৯ বছরের ব্যবধানে এখন ৮ কোটি ছাড়িয়েছে। মোবাইল সংযোগের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। সরকার ব্রডব্যান্ড কানেকশন ইউনিয়ন পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। তিনি আরও বলেন, আমরা আইটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। যে ২৬ মিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে আমরা ২০০৮ সালে শুরু করেছিলাম সেটা এখন বেড়ে প্রায় ৮০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে ২০১৮ সালের মধ্যে বিলিয়ন ডলার অতিক্রম এবং ২০২১সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার অতিক্রম করা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT