গীতিকার জাহিদ আকবরের কথায় ও হাবিবের সুরে `ভালোবাসা এমনই হয়` ছবির আইটেম গান প্রকাশ হয়েছে। `চুমুকে চুমুকে করো পান` শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। আর এই আইটেম গানে পারফর্ম করেছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম।
১২ জানুয়ারি বৃহস্পতিবার গানটি প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিউ হয়েেছে ৬১ হাজার ২০০শ`র বেশি।
`ভালোবাসা এমনই হয়` ছবিটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। ছবিতে মিম ছাড়া আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, মীর সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।
রোমান্টিক গল্প নির্ভর এই ছবিটি আগামী ২৭ জানুয়ারি সারাদেশ মুক্তি পাবে। `ভালোবাসা এমনই হয়` প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।