আওয়ামী লীগ ও বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে। দু’টি দলের প্রতিহিংসায়, কেউই নিরাপদ নয়। তাই সংঘাত এড়াতে জাতীয় পার্টির বিকল্প নেই বলে দাবি করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীতে আয়োজিত পার্টির যৌথসভায়, এসব বলেন তিনি। এরশাদ আরও বলেন, তার দল প্রতিহিংসার রাজনীতি করে না। তাই জনগণ আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। ক্ষমতায় যেতে সংগঠনকে আরো শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান, সাবেক এই রাষ্ট্রপতি।
রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত যৌথ সভায় যোগ দেন, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ-সহ বিভিন্ন জেলা থেকে আগত পার্টির কেন্দ্রীয় নেতারা। ফেব্রুয়ারিতে জাতীয় পার্টির সমাবেশ সফল করার আহবান জানান বক্তারা।